সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়ায় মসজিদের ছাদ ঢালাই কাজের ফলক উন্মোচন 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়ায় মসজিদের ছাদ ঢালাই কাজের ফলক উন্মোচন 

রংপুরে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন উত্তর পানাপুকুর গিরিয়ার পাড় পশ্চিম পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের ফলক উম্মোচন করেন রংপুর -১ আসনের এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলু এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি মো. নওশা মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধ আব্দুল মতিন অভি, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজ হায়দার খান খালিদ, আ.লীগ নেতা মমিনুল ইসলাম রব্বানী, হারুন, ইসলাম উদ্দিনসহ আ.লীগের নেতারা। 

দোয়া পরিচালনা করেন উত্তর পানাপুকুর গিরিয়ার পাড়, পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আব্দুর রহিম। এ সময় এমপি অত্র মসজিদের ঢালাই কাজের জন্য ১ লাখ টাকা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ রুহুল আমিন ৫০ ব্যাগ সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

টিএইচ